আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গঙ্গানগরে হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জের তারাব পৌরসভার গঙ্গানগর এলাকা হতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন গঙ্গানগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম (৫০), নজরুল ইসলাম এর ছেলে মোঃ মিথুল ওরফে মৃদুল (১৮), মোঃ নজরুল ইসলাম এর স্ত্রী মোছাঃ সামছুন্নাহার , মোঃ নজরুল ইসলাম এর মেয়ে মোছাঃ নুপুর আক্তার (২০)। গত ২৬ জানুয়ারি বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ২৭ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান , ধৃত ব্যক্তিগণ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৬ জানুয়ারি বিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।