আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খোরশেদের টেলি মেডিসিন সেবা অব্যাহত

সংবাদ বিজ্ঞপ্তি:

করোনা মহামারী  আকার ধারন করার পরপরই ১৩ এপ্রিল থেকে টেলি মেডিক্যাল সেবা দেয়া শুরু করে টিম খোরশেদ-১৩ বনাম কোভিড ১৯ নামে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনটি। প্রথমে ৫ জন ও বর্তমানে ৮ জন চিকিৎসক হটলাইনের কল ট্রান্সফারের মাধ্যমে প্রতিদিন ১২ ঘন্টা ফ্রী সেবা দিয়ে যাচ্ছেন।

কাউন্সিলর খোরশেদ জানান, প্রতিদিন ২১৫ থেকে ২৫০ জন আমাদের সেবা গ্রহন করে থাকে। ৬ই মে পর্যন্ত ২৩ দিনে ৫২৮৩ জনকে আমরা সেবা দিয়েছি।

তিনি বলেন, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার পরে অনেক চিকিৎসক চেম্বারে বসা বন্ধ করে দেয়ায় করোনার পাশাপাশি গাইনী,ডায়াবেটিকস সহ নিয়মিত চেক আপ করতে হয় এমন রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া শুরু করায় আমরা টেলিমেডিসিন সেবা চালু করার সিদ্ধান্ত নেই।

খোরশেদ আরো জানান, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার বাইরে থেকেও আমরা অনেক ফোন পেয়েছি ও সেবা দান করেছি। আমরা জুন মাসের শেষ পর্যন্ত এই সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি।প্রয়োজন হলে সময় সীমা বৃদ্ধি করা হবে।

টেলি মেডিক্যাল টিমের উদ্যেক্তা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। হটলাইন ম্যানেজমেন্ট ও সমন্বয়ের দায়িত্বে আশরাফুজ্জামান হিরা, সহকারী সমন্বয়কারী আরাফাত খন্দকার নয়ন, ডক্টরস টিম লিডার ডা.ফরহাদ জেনিথ।আইডিয়া পার্টনার Time 2 Give,পরিচালনায় Team khorshed 13 vs Covid 19 ।