আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খোঁড়া পা দিয়ে সমাজ কতদূর যাবে : প্রধানমন্ত্রী

সজিব খান: ‘নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারীকে ছাড়া সমাজ কখনো পরিপূর্ণ নয়। খোড়া পা দিয়ে সমাজ কতদূর যেতে পারবে? সবাইকে সমানভাবে এগোতে হবে। এই বাস্তবতা স্বীকার করতে আমাদের সময় লেগেছে।’ কথাগুলো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসে আলোচনা ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি নারীদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশের নারীরা রণাঙ্গণে যুদ্ধ করেছেন আবার গৃহেও তাঁরা সেই সময় মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করেছেন। তদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, আমাদের সমাজে নারী-পুরুষের অবদান সমান, তাই নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় অনুষ্ঠানে পাঁচজন নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন, চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রাণী ত্রিপুরা, সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরণোত্তর), সংগঠন মাজেদা শওকত আলী, সমাজসেবা ফারুখ মাজেদা রত্না।