নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ নগরীতে রমজানের পবিত্রতা রক্ষা ও ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে সমাবেশ ও র্যালি করেছে মহানগর খেলাফত মজলিস।
খেলাফত মজলিসের মহানগর সভাপতি ড. শরীফ মো. মোসাদ্দেকের সভাপতিত্বে শুক্রবার (১৮ মে) জুম্মা’র নামাজের পর নূর মসজিদের বিপরীত পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের করে সংগঠণটি।
সভাপতির বক্তব্যে ড. শরীফ মো. মোসাদ্দেক বলেন, নারায়ণগঞ্জের সকল মুসলিম ভাইদের কাছে কিছু অনুরোধ করবো দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না, হোটেল বন্ধ রাখুন, অশ্লীলতা বর্জন করুন। শিল্পপতি ভাইরা শ্রমিকদের উপর কাজের চাপ কমান এবং সময় মতো মজুরী দিয়ে দিন। মুসলিম ভাইয়েরা সবাই নামাজ পড়ুন এবং ফিলিস্তিনীদের জন্য দোয়া করুন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম, সহ সম্পাদক কামরুল হাসান পায়েল, সহ সম্পাদক হানিফ কবির বাবুল, মহানগর ছাত্র মজলিশের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ, সহ- সভাপতি ইলিয়াস আহমেদ, ডা. শামীম ভূইয়া, জাহিদ হাসান নাঈম ইসলাম প্রমুখ।
মহানগর খেলাফত মজলিশের র্যালিটি নূর মসজিদ থেকে বের হয়ে ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।