আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখে- নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখে। সুতরাং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। মঙ্গলবার (২৬ মার্চ) বন্দর নব উদ্যোগ যুব সংঘের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল ও শিশুতোষ খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, এখনো তরুণদের নানাভাবে বিভ্রান্ত করছে পাকিস্তানি দোসররা। এসব বিভ্রান্তি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের কাছে।

বন্দর নব উদ্যোগ যুব সংঘের সভাপতি শাহজালালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, মিজান পাটোয়অরী, মোহাম্মদ ইউনুস, হান্নান শাহ্, দৌলত হোসেন, টিটু মোমেন, আবদুল্লাহ ও কলাগাছিয়া ইউনিয়ন এর গণ্যমান্য ব্যক্তিবর্গ।