আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খুনী, দুর্নিতীবাজদের নেতৃত্বে ড. কামাল হোসেন গং রা একত্রিত হয়েছে : প্রধানমন্ত্রী

খুনী, দুর্নিতীবাজদের নেতৃত্বে ড. কামাল

খুনী, দুর্নিতীবাজদের নেতৃত্বে ড. কামাল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন জোটকে স্বাগত জানাই। কিন্তু জনগণকে দেখতে হবে ঐক্যফ্রন্টে কারা আছে, তাদের ইতিহাস জানতে হবে।

তিনি বলেন, খুনী, দুর্নিতীবাজদের নেতৃত্বে ড. কামাল হোসেন গং রা একত্রিত হয়েছে।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এখন কথা বলা, রাজনীতি, সাংবাদিকতা করার স্বাধীনতা আছে। গণতান্ত্রিক ধারায় সবার রাজনীতি করার সুযোগ আছে। যারা এখন ঐকবদ্ধ হয়েছে তাদের কার কি ভূমিকা তা সবাই জানে।

সড়কে নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরাতো শুধু ড্রাইভারদের দোষ দিয়েই খালাস, পথচারীদের দোষ দেখি না। যে শিশুরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করলো, তারাই রাস্তার মধ্য দিয়ে দেয়। শুধু শিশুরা নয়, বৃদ্ধ-যুবক কেউই ট্রাফিক আইন মানেন না। পথচারীরা আইন না মানলে নিরাপদ সড়ক সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ