আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার শোক বইতে কাজী মনিরের মন্তব্য

প্রেস বিজ্ঞপ্তি:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দলের গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান । বুধবার (৩১ ডিসেম্বর) গুলশান কার্যালয়ে গিয়ে তিনি এ স্বাক্ষর করেন। এসময় বিজিএমইএর সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মন্তব্য করেন,
”কিছু মৃত্যু সাদা বকের পালকের মত হালকা, আর কিছু মৃত্যু হিমালয় পর্বতের মত ভারী।
আজ আপনি আমাদের মাঝে স্বশরীরে নেই,কিন্তু শতবর্ষ আমাদের হৃদয়ে থাকবেন।
আল্লাহপাক আপনাকে জান্নাতবাসী করুন”।

এছাড়া বেগম খালেদা জিয়ার শোক বইতে বিজিএমইএর সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরের নেতৃত্বে আরও স্বাক্ষর করেন আবুল কালাম,ফারুক হোসেন, রফিকুল ইসলাম, কফিলউদ্দিন, নুরুল ইসলাম।

পরে কাজী মনিরুজ্জামান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ গ্রহণ করেন।