আজ সোমবার, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তৈমূরের দোয়া

টি.আই.আরিফ:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রূপগঞ্জের রূপসী খন্দকারবাড়িতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বাদ জুমা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এড.তৈমূর আলম খন্দকারের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় এড. তৈমূর আলম খন্দকার বলেন, এই দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়ার প্রয়োজন আছে। আমি তার সুস্থতা কামনা করছি। বেগম জিয়ার কাছে আমি কৃতজ্ঞ। উনি কারাগারে আমাকে স্মরণ করেছে। দল থেকে আমাকে বহিস্কার করলেও খালেদা জিয়ার প্রতি আমার শ্রদ্ধা আছে।
তারাব পৌর ওলামা দলের সভাপতি কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ সভাপতি মহসিন ভুইয়া,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলাল খন্দকার,
সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম,রূপগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।