আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তি মানেই কি গণতন্ত্রের মুক্তি

সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ ১৬ মাস যাবৎ দুর্নীতির একটি মামলায় কারভোগ করছেন। বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই দলটির নেতাকর্মীরা বারংবার বলে আসছে গণতন্ত্র আজ কারাবন্দি।

বিএনপির একধিক নেতৃবৃন্দরা বিশ্বাস করে গণতন্ত্র মানেই খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করার জন্য দলটির নেতৃবৃন্দরা তমুল আন্দোলনের কথা বলে আসছে। দেখ দেখতে প্রায় ১৬ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবাসের। দীর্ঘ ১৬ মাস অতিবাহিত হলেও বিএনপির নেতাকর্মীদের আন্দোলন আজ মুখে মুখে সিমাবদ্ধ।

রাজনৈতিক বোদ্ধামহলের মতে খালেদা জিয়া মানেই যদি গণতন্ত্র হতো তাহলে বেগম জিয়ার কারাভোগের আগে সেই গণতন্ত্র কি করছিলো? তৎকালীন ৫ জানুয়ারীর নির্বাচনের পূর্বে হতে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে বিএনপি ও তার সঙ্গীয়রা রাজপথে আন্দোলনের নামে জ্বালাপড়াও করেছে সেটা আবার কিসের গণতন্ত্র? গণতন্ত্রতো মানুষকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে বোদ্ধ পরিকর। গণতন্ত্রতো মানুষের জীবন মানের উন্নয়ন স্বাধন করার জন্য। অসহায় সাধারণ মানুষদের হত্যার মধ্যে দিয়ে কি কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে পারে।

অপর দিকে জাতীয়তাবাদী দল বিএনপির যে ভঙ্গুর অবস্থা তাতে আগামী ২০ বছরেও দলটি মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা সেটা তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক বোদ্ধা মহলের মতো একটি রাজনৈতিক দলের প্রধান ভূমিকা হলো আপামর সাধারণ মানুষদের জন্য কথা বলা। সরকারকে জবাবদিহিতার জন্য বাধ্য করা। অথচ আজ বিএনপি এ সকল ভূমিকার ছিটেফোটাও পালন করছে না।

তারা আরো মনে করেন, বর্তমান বিএনপির নেতৃবৃন্দরা যদি বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন করে, রাজপথে নামে তাহলে তাঁদের সম্মুখিন হতে হবে কঠিন বাস্তবতার। এই আন্দোলনের জন্য পুনরায় তাদের হামলা, মামলা সহ রাজনৈতিক অনেক চাপের সম্মুখিন হতে হবে এবং তাদের সেই আন্দোলনে জনসম্পৃক্ততাও তেমন থাকবে না। কেননা বর্তমানে সাধারন মানুষ বিএনপির উপর ঠিক ততোটা বিশ্বাস রাখে না। বেগম জিয়ার মুক্তি আন্দোলনের চেয়ে সাধারণ মানুষের দাবিগুলোকে নিয়ে তাঁদের আন্দোলন করতে হবে। আর এই আন্দোলনের মধ্য দিয়েই মানুষের মধ্যে আগের সেই বিশ্বাস অর্জন করতে হবে। যখন মানুষ পুনরায় বিএনপিকে বিশ্বাস করবে ঠিক তখনই জনসম্পৃক্ততা সহ তুখোর আন্দোলনের মধ্যে দিয়ে খালেদা জিয়াকে কারামুক্ত করা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

তবে এখন যারা খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি বলছেন তাদের ধারণ ভুল। দেশের মানুষ খালেদা জিয়ার শাসন আমল ভুলে নাই। যতবার খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলো ততবার এদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। ২০০৪ সালে ২১ আগস্ট সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। তখন তারেক রহমানের স্বপ্ন ছিলো শেখ হাসিনা কে হত্যা করতে পারলেই সারা জীবন ক্ষমতায় থাকতে পারবে। এখন দেখার বিষয় প্রতিহিংসার রাজনীতির শেষ কোথায় ।সেটার অপেক্ষায় আছে দেশ বাসী।

সর্বশেষ সংবাদ