আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদার মুক্তি দাবিতে না.গঞ্জ মহিলা দলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও সারাদেশে নারী শিশু নির্যাতন, খুন ও গুমের প্রতিবাদে শুক্রবার বেলা ১০টায় মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা দল।

নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। জেলা মহিলা দলের আহবায়ক নুরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পারভীন আক্তার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি মহিলা দল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী সাজেদা খাতুন মিতা, সোনারগাঁও মহিলা দলের সভানেত্রী রুমা আক্তার, সাধারণ সম্পাদক ছালমা আক্তার, আড়াইহাজার থানা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম, কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভানেত্রী হাজেরা মঞ্জু প্রমুখ।

এ সময় পারভীন আক্তার বলেন, ধর্ষণের ঘটনা দেশে উদ্বেগ জনক হারে বৃদ্ধি পেয়েছে। ভোটার বিহীন শেখ হাসিনা সরকারের সাজানো মামলায় অসুস্থ বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছত্রছায়ায় সারা দেশে নারী ও শিশু ধর্ষণ চলছে। এ সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নুরুন নাহার বলেন, দেশে আইনে কোন শাসন নেই। নারী ও শিশুর কোন নিরাপত্তা নেই।

মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে। তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছেন। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।