সংবাদচর্চা রিপোর্ট
ফারিয়া নামের এক তরুণীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। জানা যায়, শরীয়তপুর জেলার সখিপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফারিয়া (১৮)। আনুমানিক তিন থেকে চার মাস পূর্বে মেয়েটির বিয়ে হয়। বর্তমানে মেয়েটি স্বামীর সাথে নারায়ণগঞ্জ পাইকপাড়া এলকায় বসবাস করতো। হঠাৎ পেটে ব্যাথা উঠলে গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটির স্বামী তাকে নারায়ণগঞ্জ খানপুরের ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের চিকিৎসকরা স্বামীকে লাশটি নিয়ে যেতে বললে উত্তরে তিনি বলেন আত্মীয়-স্বজনরা আসলে নিয়ে যাবো। দেরী হওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মুঠোফোন করলে পুলিশ এসে নিহতের স্বামীকে তাদের হেফাজতে রাখে।