আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাদ্যে ভেজাল প্রতিরোধে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:
‘দাবি মোদের একটাই, ভেজালমুক্ত খাদ্য চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যে ভেজাল প্রতিরোধে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে টিআইবি’র উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এবং স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন ।শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধনে টিআইবি, স্বজন এবং সনাকের সদস্যরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সনাক জেলা সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সাংবাদিক আফরোজা লুনা, টিআইবির এরিয়া ম্যানেজার মোরশেদ আলম প্রমুখ। বক্তারা খাদ্যে ভেজাল প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগের দাবি জানান।