নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহি বাবুরাইল আজমীরী গলিতে সাত দিনব্যাপি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৬ তম বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। নক্সবন্দিয়া তরিকার পতাকা উত্তোলন করে বুধবার রাতে দুই নং বাবুরাইল আজমীরী গলি হযরত সৈয়দ শাহ খাজা নাজমুল হাসান নক্সবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইশক শরিফ চত্তরে নবাব বাড়ির বর্তমান গদিনাসিন হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান, হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান সাত দিনব্যাপি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৬৬ তম বাৎসরিক ওরশ মোবারক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এসময় পীরজাদারের ভাগিনা সৈয়দ সাফা হাসান উপস্থিত ছিলেন। এর আগে নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল পীর সাহেবদের পুস্পমাল্য দিয়ে বরন করেন ওরশ কমিটি ও পীরভাই বোন। এর পরই ওরশ মোবারকের উদ্বোধন উপলক্ষে মনোরম আতশবাজি ফুটানো হয়।
আরবি মাসের ১ রজব থেকে শুরু হয়ে ৭ রজ্জব পর্যন্ত হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) সাতদিনব্যাপি ওরশ মোবারক চলবে। ওরশ মোবারকের কর্মসূচীতে প্রতিদিন রাত নয়টায় বাবুরাইল খানকায়ে দারুল ইশকে ফাতেহা পাঠ মজলিসে সামা রাত ১০টা থেকে বাংলা বয়াতী গান অনুষ্ঠিত হবে। ৭ রজ্জর নেওয়াজ বিতরন, বাদ আছর আখেরী ফাতেহার মধ্যদিয়ে শেষ হবে ওরাশ মোবারক।
এসময় উপস্থিত ছিলেন আজমেরী গলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ কমিটির উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, আলহাজ্ব আব্দুল রাসেদ রাসু, আলহাজ্ব মোঃ আমিনুর রহমান, আলহাজ মোঃ ওবায়দুল্লাহ, আলহাজ্ব খবির উদ্দিন আহমেদ খবু, আলহাজ্ব আব্দুল কাদির, আলহাজ্ব সাহাবদ্দিন আহমেদ, আলহাজ্ব মমতাজুল হক বাবুল, আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন রিজবী, আলহাজ্ব আফছার উদ্দিন আফসু, আলহাজ্ব আহম্মদ আলী বেপারী, আলহাজ্ব মোঃ সোহাগ মিয়া,
এসময় হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ কমিটির নতুন কার্যকরি পরিষদের সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, সহ সভাপতি আলহাজ্ব মোঃ সহিদুল্লা, আলহাজ্ব সোহরাব মিয়া, আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, আলহাজ্ব আফতাবউদ্দিন শুক্কুর, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আলহাজ্ব শফিকুল ইসলাম লিটন, আলহাজ্ব মোঃ বাদল চৌধুরী, ওরশ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, সহ সাধারন সম্পাদক আলহাজ্ব আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা বাবু, কোষাদক্ষ গোলাম মস্তোফা চঞ্চল, সহ কোষাদক্ষ ফয়জুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমিন স্বপন, সহ প্রচার সম্পাদক মোঃ মিঠু হাসান, দপ্তর সম্পাদক আলহাজ মোঃ জাহাঙ্গীর আলম, সহ দপ্তর সম্পাদক মোঃ রিফাত। সহ পীর ভাইদের মধ্যে আব্দুল হালিম, বাবুল মিয়া, ইসমাইল হোসেন রমজান, গোলাম সারয়ার শুভ সহ তরিকার আশেকান পাীরভাই বোন উপস্থিত ছিলেন।
ওরশ প্রতিদিন রাত ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। নেওয়াজ বিতরণ, আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।
উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশতি গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরস উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:)। ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।