আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ি রক্তাক্ত, নিহত ৬

খাগড়াছড়ি রক্তাক্ত

খাগড়াছড়ি রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক:

পাহাড়ি জেলা  খগড়াছড়ি রক্তাক্ত। খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় দুর্বৃত্তরা গুলি করে ৬ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা।

স্থানীয়রা জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নির্ধারিত কর্মসূচি ছিল আজ শনিবার। এজন্য সকাল থেকে স্বনির্ভর এলাকায় মাইকিং করছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে হঠাৎ একদল অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত ভারী অস্ত্র-সস্ত্র নিয়ে ব্যাপক গুলিবর্ষণ করতে থাকে। এতে ঘটনাস্থলেই তপন চাকমা (২৭) মারা যান। এছাড়া আহত হন আরও অনেকে।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। বিপুল পরিমাণ গুলির খোসা দেখা যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা বলেন, হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা চলছে। তবে কয়েকজনের অবস্থা গুরুতর।

কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রচার শাখার প্রধান নিরন চাকমা এ হামলার জন্য সংস্কারপন্থী সন্ত্রাসীদের দায়ী করেছেন।