নবকুমার নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে পাবনা ১(সাথিয়া—বেড়া আংশিক) আসনে ক্লিন ইমেজের অধিক জনপ্রিয় প্রার্থী বাছায়ে ব্যস্ত সময় পার করছেন বেড়া সাথিয়ার তৃণমূল আওয়ামীলীগ সহ সর্বস্তরের জনগণ।
বর্তমান পাবনা ১ আসনের সংসদ সদস্য পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এড.শামসুল হক টুকু।
তিনি দীর্ঘ দিন ক্ষমতায় থাকায় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী সহ সর্বস্তরের জনগণ তাকে নানা বিষয়ে অভিযুক্ত করেছেন এ বিষয়ে জানতে চাইলে সাথিয়া উপজেলা আওয়ামীলীগের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ্যে অনইচ্ছুক বলেন যে আমরা ২০০৮ সালের পর ব্যাপক বৈষম্যের শিকার হচ্ছি আমাদের এলাকায় রাস্তা, ঘাটের বেহাল দশা।আওয়ামীলীগ কে বাঁচাতে হলে এ আসনে প্রার্থী পরিবতনের বিকল্প নাই।মাননীয় প্রধানমন্ত্রী জননেএী হাসিনা কে বলব এ আসনে প্রার্থী পরিবর্তন করে দিবেন।
সাথিয়া উপজেলার কৃষক জমির আলী তিনি বলেন,আমাদের কৃষি পণ্য রাস্তা ঘাট খারাপের কারণে হাটে নিতে পারি না।এ আসনে সাইয়িদ সাহেব এমপি হয়ে মুজিব বাধ,মিল্কভিটা সহ কৃষকের ব্যাপক উন্নয়ন করেছেন আমরা কৃষকরা চাই আবার সাইয়িদ সাহেব আসুক।
বেড়া উপজেলার একাধিক শীর্ষ নেতা অভিযোগ করে বলেছেন যে আমরা এখন স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারছি না আইন শৃঙ্খলার চরম অবনতি যেখানে সেখানে মাদকের ব্যবসা সহ বালু উত্তলন চলছে কথায় কথায় নেতা কর্মীদের মামলা দিয়ে হামলা করা হচ্ছে, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে এ আসন রক্ষা করতে হলে একজন শিক্ষিত ভদ্র,কর্মীবান্ধব নেতাকে যেনো মনোনয়ন দেওয়া হয় নয়লে এ আসন জামায়াতের দখলে চলে যাবে।
হারুণ একজন দিনমুজুর তিনি বলেন,যে আমরা আগামী নির্বাচনে আবু সাইয়িদ কে চাই।
বেড়া উপজেলার একজন ছাএলীগের সভাপতি প্রার্থী নাম প্রকাশ্যে অনইচ্ছুক তিনি অভিযোগ করে বলেন বেড়ায় আমাদের এমপি সাহেবের ভাই তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত সে কি করে বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হয়?এটা আমার প্রশ্ন সবার কাছে, বেড়া সাথিয়ায় আজ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরি চ্যুত করা হয়েছে এবং রাজা কারের শীশ্য দের চাকরি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান এমপি কে আমাদের নির্বাচনী এলাকার জনগণ ভালো চোখে দেখে না,সামনে সালাম,পিছনে গালি দিয়ে মনের জ্বালা মিটায়। তাই আমাদের প্রাণের দাবি,বেড়া-সাঁথিয়ার জনগণের দাবি সৎ,নীতিবান,শিক্ষিত ,জনগণের আস্থা ভাজন নেতাকে যেন নৌকার মাঝি বানান প্রধানমন্ত্রী।
সরোজমিনে ঘুরে দেখা গেছে যে এমন ক্লিন ইমেজের প্রার্থীর মধ্যে সবার কাছে গ্রহণ যোগ্য এলাকায় ব্যাপক জনপ্রিয় ত্যাগী বঙ্গবন্ধুর আজীবন আদর্শের সৈনিক সাবেক তথ্যপ্রতিমন্ত্রী বষীয়ান আওয়ামীলীগ নেতা অধ্যাপক ড.অধ্যাপক আবু সাইয়িদ।