চনপাড়ায় দুটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
তুহিন মোল্লা রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৪নং পশ্চিমগাঁও চনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং নবীন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে ৪নং পশ্চিমগাঁও চনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী লাকী মনির মেম্বার ও নবীন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা কাকলী হোসাইনের সভাপতিত্ব নিজ নিজ স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মতি আকন্দ, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা।

