আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চিন্তা করলেই তাদের হেদায়েত আসবে : শামীম ওসমান

করোনা ভাইরাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শুক্রবার মাসদাইর কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, মজুদদারীর সময় এখন নয়। এখন পাশে দাঁড়ানোর সময়। যারা মূল্য বৃদ্ধি করে অর্থ কামাচ্ছেন তারাও তো এই মহামারীতে আক্রান্ত হতে পারেন। এটা চিন্তা করলেই মনে হয় তাদের হেদায়েত আসবে।

তিনি বলেন, কোন কিছুর বিনিময় ছাড়াই স্বেচ্ছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে হাফেজ সাহেব ও এতিমরা ৫২৭৫ বার কোরআনে খতম দিয়েছেন।

শামীম ওসমান বলেন , করোনা ভাইরাসের থাবায় মানুষ আজ দিশেহারা সেই মহাবিপদ থেকে পরিত্রান পেতেও আমরা দোয়া করেছি। সকল ধর্মের মানুষকে যেন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ যেন হেফাজত করেন। আমাদের উচিত যার যার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে এই মহামারী থেকে রক্ষা এবং   হেফাজত করেন।