নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন ,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চাঁদাবাজ দুর্নীতি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।নারায়ণগঞ্জের মাটিতে কোন চাঁদাবাজ মাদক সন্ত্রাসীর স্থান হবে না। যে কোন মূল্যে নারায়ণগঞ্জকে সন্ত্রাস মুক্ত করা হবে।
তিনি বলেন, ইদ কে কেন্দ্র করে ছিনতাই কারীরা মাথাচারা দিয়ে ওঠে। মানুষ যাতে নিভিগ্নে কেনাকাটা করতে পারে সরকার সেই ব্যবস্থা করছে। প্রশাসন মাঠে কাজ করছে।
বৃহষ্পতিবার ( ৩০ মে) রূপগঞ্জ ইউনিয়নের ইউসুফগঞ্জ স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামী লীগ উন্নয়ন এবং গণতন্ত্রে বিশ্বাসী । বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দল যাকে সমর্থন দেবে যে বিজয়ী হয়ে আসতে পারবে সেই আমার প্রার্থী। এর বাইরে আমার কোন প্রার্থী নেই।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক ,আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মেম্বার, মতি আকন্দ, জুয়েল মাস্টার, রিটন প্রধান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন যুব লীগের সভাপতি রিপন, মহিলা লীগের সাধারন সম্পাদক লাকি আক্তার, যুবমহিলা লীগের সভাপতি জিন্নাত, সাধারন সম্পাদক আন্নি প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিল আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।