আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোচিং সেন্টারকে জরিমানা

নারায়ণগঞ্জ শহরের কলেজ রোর্ড এলাকায় তিনটি কোচি সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে  অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জানা গেছে পড়ার ঘর নামের একটি কোচিং সেন্টারের মালিক শিপন, পাশের একটি কক্ষে নারায়ণগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক শফিকুল ইসলাম ও কম্পিউটার আইটি ট্রেনিং সেন্টারের শ্যামল চন্দ্রকে পৃথকভাবে ২শ টাকা করে জরিমানা করা হয়। করোনা ভাইরাসের কারণে কোচিং সেন্টার বন্ধ না রাখায় তাদের জরিমানা করা হয়। পরে সকলের কাছ থেকে মুচলেখা আদায় করা হয়।

গত ১৬ মার্চ দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ১৮ মার্চ ধেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এসময় দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।