মাদারীপুর প্রতিনিধি
কোচিং বানিজ্য, নোট বই, গাইড বই বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে মাদারীপুরের সচেতন নাগরিক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সচেতন নাগরিকরা দাবী করেন, সম্প্রতি সময়ে কোচিং বাণিজ্যের রমরমা ব্যবসার কারণে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এক শ্রেণীর অসাধু শিক্ষকরা শিক্ষার্থীদের জিম্মি করে কোচিংয়ে পড়াতে বাধ্য করছে। এছাড়া মাদারীপুরে প্রায় প্রতিটি লাইব্রেইতেই নোট ও গাইড বইয়ের ছড়াছড়ি। প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে এসব কর্মকান্ড চললেও তারা বন্ধের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না। এসব কারণে সচেতন নাগরিক ও অভিবাবকরা চিন্তিত। তাই এসব বাণিজ্য বন্ধের দাবীতে সকাল ১০টায় মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় প্রতিবাদি বক্তব্য রাখেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি সাহানা নাসরিন রুবী, মাদারীপুর মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন লাকি, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষক আফজাল হোসেন মানিক প্রমুখ। তারা অবলিম্বে কোচিং বানিজ্য বন্ধ ও নোট বই বিক্রি বদ্ধের ব্যাপারে সরকারের কঠোর নজরদারী দাবী করেন।