আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কৈটোলা হাইস্কুলে লাঠি শোঠা নিয়ে বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট: মুখ বেধে লাঠি শোঠা নিয়ে পাবনার বেড়া উপজেলার কৈটোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ২১ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীদের মাসিক বেতন কমানোর দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে মিছিলে দেখা গেছে অধিকাংশ অছাত্র এবং শিশু। তাদের হাতে লাঠি রয়েছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে। আক্রমণাত্মক ভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা কামাল পাশার বিরুদ্ধে নানা শ্লোগান দিয়েছে। অকথ্য ভাষায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা কামাল পাশাকে গালিগালাজ করছে। ছাত্র হয়ে শিক্ষককে  গালিগালাজ করে তারা কেমন ছাত্র তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি সুত্রের মাধ্যমে জানা গেছে শিক্ষার্থীরা বেতন কমানোর যে দাবি করেছে তা বিদ্যালয় পরিচালনা পরিষদ বিবেচনায় রেখে ভোকেশনাল শাখার বেতান আদায় স্থগিত করেছে। এব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা কামাল পাশা স্বাক্ষরিত একটি নোর্টিশ সাটিয়ে দেওয়া হয়েছে। তারপরও একটি চক্র ছাত্রদের ব্যবহার করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছে। চক্রটি শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে । তাদের রাস্তায় নামাচ্ছে। বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি আছে তারা বিদ্যালয়ের বেতন কাঠামো নির্ধারণ করে। সেখানে প্রধান শিক্ষকের একক প্রভাব নেই। তারপরও  চক্রটি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, বেড়া উপজেলার মধ্যে আর্দশ উচ্চ বিদ্যালয়ের ফলাফল শীর্ষ তিনের মধ্যে সব সময় থাকে। আলহেরাসহ বেড়া পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের সাথে আমাদের স্কুলের বেতন মিলিয়ে দেখেন কোন স্কুলের বেতন কত বেশি। যারা নতুন স্কুল করছে তারা ছাত্র নেওয়ার জন্য নানা ষড়ষন্ত্র করছে। কেউ দুর্নীতি করলে তদন্ত করে তার শাস্তি দেওয়া হোক আমরা তা চাই। কিন্তু ছাত্রদের দিয়ে জ্বালাও পুড়াও করা আমরা তা চাই না। যারা ছাত্রদের ব্যবহার করছে তাদের লাভ হবে না। ভালোর কাছে সবাই আসবে।

আন্দোলনকারী জানান , কৈটোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি হচ্ছে। আমরা দুর্নীতি মুক্ত স্কুল চাই।

সর্বশেষ সংবাদ