আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রে হাইয়ের দাবিকে সমর্থন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গত ২০ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের যৌথসভা হয়।

সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেন, কুতুবপুর ইউপি নির্বাচনে বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তাকে আমি সমর্থন করি না। বন্দরে দুই রাজাকারের ছেলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। কলাগাছিয়ায় নৌকার প্রার্থীর ভোট ছিনতায় হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের মারপিট করা হয়েছে। গোগনগরে নৌকার প্রার্থী পরাজিত হয়েছে। আলীরটেকে হেফাজত কর্মীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। নারায়ণগঞ্জের ৫ টি আসনে নৌকার এমপি না থাকায় এসব অপকর্ম হয়েছে। আমি নারায়ণগঞ্জের ৫ টি আসনে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী দেওয়া দাবি জানাচ্ছি। নৌকার এমপি থাকলে নারায়ণগঞ্জের কোনো নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা হারবে না। এসময় কেন্দ্রীয় নেতারা তার দাবিকে সমর্থন করেন এবং তাকে ধন্যবাদ জানান।