বাংলাদেশ নারী উন্নয়ন হস্তশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকেলে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড এলাকার সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম হাফেজ মোখতার হোসেনের বাসভবনের সামনে এ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ নারী উন্নয়ন হস্তশিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি লিপি ওসমান। প্রধান অতিথির বক্তব্যে লিপি ওসমান বলেন, আজকে এখানে যারা একটি কম্বল নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এমন একটি সময় আসবে সেদিন আপনারাই একটি কম্বল নেওয়ার জন্য গরীব মানুষ খুজে পাবেন না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ একদিন উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন বেগম, কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সামাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার রাশিদা বেগম, আরজুদা বেগম খুকি, অনামিকা হক প্রিয়াঙ্কা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফরিদ হোসেন ফাহিম, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ মোঃ রনি আলম, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ বাপ্পী, মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারী বেগম, বিউটি বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শীতার্ত অসহায় ৫ শত নারী পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি ৩৫ জন দরিদ্র মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।