ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী যুবলীগ সদস্য আমীর হোসেন গাজী ও নাদিমের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ হয়ে উঠেছে সদর উপজেলার কুতুবপুরের বাসিন্দারা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিনের জন্য আত্মগোপনে ছিলো কুতুবপুরের এই দুই শীর্ষ সন্ত্রাসী। এখন তারা বিএনপি ছদ্মবেশে কুতুবপুরে সাধারণ বাসিন্দাদের সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একই সাথে বিশাল এক কিশোর গ্যাং তৈরী করে এলাকায় অধিপত্য বিস্তার, মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। শুধু আমীর হোসেন গাজী ও নাদিমই নয়, তাদের পরিবারের অন্য সদস্যরাও নিজেদের বিএনপি পরিবার আখ্যায়িত করে স্থানীয় বাসিন্দাদের উপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।
এই পরিবারের অত্যাচার থেকে প্রবাসীরাও নিস্তার পাচ্ছেনা এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, খানপুরের এক আমেরিকান প্রবাসীর জমি জবরদখল করে সেখানে নিজ নামে সাইনবোর্ড টাঙ্গিয়েছে আমীর হোসেন গাজী।
খোঁজ নিয়ে জানা গেছে, কুতুবপুরের বাসিন্দা আমেরিকান প্রবাসী গোলাম খোরশেদ জাকারিয়া ওয়ারিশ সূত্রে তার মায়ের সম্পত্তি মালিক হয়েছেন। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে সন্ত্রাসী আমীর হোসেন গাজী ও নাদীম গাজী নিজেদের বিএনপির সক্রিয় নেতা দাবী করে গোলাম খোরশেদের সম্পত্তিতে জবর দখল করে নেয়। স্থানীয় পঞ্চায়ন ব্যবস্থা আমীর হোসেন ও নাদিমের কাছে সম্পত্তির মালিকানার সঠিক কাগজপত্র দেখাতে বললেও তারা পেশি শক্তি প্রদর্শন করছে। এ নিয়ে একাধিকবার এলাকার গণ্যমান্যরা প্রবাসীর সম্পত্তির দখল ছেড়ে দিতে অনুরোধ করলেও সন্ত্রাসী আমীর হোসেন ও নাদিম কোন কিছুরই তোয়াক্কা করছে না। এ ঘটনায় ভূক্তভোগী আমেরিকান প্রবাসীর পরিবার ফতুল্লা থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।