আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবআইলে গিয়াসউদ্দিনের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন

ফতুল্লা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে ফতুল্লার উপজেলা গেটস্থ কুতুবআইল ব্যাংকের মোড় এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও ফতুল্লা আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্ব ও থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য লুৎফর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আওয়ামী লীগ নেতা শাহীন আলম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মুজিবর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, মহিলা সম্পাদক রোকসানা আক্তার শিলা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান নিহাদ, তাঁতীলীগ নেতা আবুল কালাম, যুবলীগ নেতা পলিন, হারুন, নাহিদ, আ. সালাম, মিজানুর রহমান, শরীফ, কালাম ও জুয়েল প্রমুখ।

এমআই/এসএমআর

সর্বশেষ সংবাদ