আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুট্টি হত্যার আসামী জামাল গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: চনপাড়ায় সন্ত্রাসীদের হামলা নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি হত্যার অন্যতম  আসামী জামাল হোসেনকে( ৩৩)  গ্রেফতার করা হয়েছে । শুক্রবার সকাল ১০টায় শিবালয়ের পাটুরিয়া ঘাট থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪। হত্যাকান্ডের পর  থেকে জামাল পলাতক ছিল ।র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিকেল এ তথ্য জানান।

তিনি জানান, তদন্তের সময় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানা যায়, সকালে ভারতে পালিয়ে যেতে হত্যা মামলার প্রধান আসামি জামাল রওনা হয়েছে। সে নারায়নগঞ্জ থেকে বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৪৬৩) যাচ্ছে। এ তথ্যে র‌্যাব-৪ এর এএসপি উনু মং এর নেতৃত্বে ১টি দল পাটুরিয়া ঘাটে অভিযান চালায়। এ সময় আসামী জামালকে ওই বাস থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার জামালকে নারয়ণগঞ্জে র‌্যাব-১১ এর কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় গত ২৬ জুন ১টি হত্যা মামলা করেছে নিহতের পরিবার। এ মামলায় দুই জন আসামী গ্রেফতার হয়েছে।

প্রসঙ্গত গত বুধবার (২৬ জুন)  প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ধারালো চাপাতি উদ্ধার করেছে।