আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুট্টি হত্যার আসামী জয়নাল রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট :   চনপাড়ায় সন্ত্রাসীদের হামলা নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি  হত্যাকান্ডের সাথে জড়িত ২ নং আসামী আটক জয়নালকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৮ জুলাই) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরন্নাহারের আদালতে এ আদেশ দেয়। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ আসামীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। পরে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড প্রাপ্ত আসামী জয়নাল চনপাড়া পূর্নবাসন এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে।

প্রসঙ্গত গত বুধবার (২৬ জুন)  প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাটতে বের হয়। বুধবার ৬টার দিকে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌছাঁলে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ধারালো চাপাতি উদ্ধার করেছে।