সংবাদচর্চা রিপোর্ট
মহান বিজয় দিবসে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৪৮ তম বিজয় দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জেলা প্রশাসকের সাথে থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় কুচকাওয়াজের সকল কন্টিনজেন্টের সালামী গ্রহণ করেন। কুচকাওয়াজ পরিচালনা করেন পুলিশ পরিদর্শক জনাব সুরুজ মিয়া
বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজে আরও অংশ গ্রহণ করেন পুলিশ, আনসার, কারারক্ষী, ফায়ার সার্ভিস সহ নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ডিসপ্লের আয়োজন করা হয়।