আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

কিস্তির জন্য বিরক্ত করলে আমাকে জানান: খোরশেদ

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা পরিস্থিতিতে বিপা পাড়া খেটে খাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। চলমান করোনা দুর্যোগে নাসিক ১৩ নং ওয়ার্ডে সূদখোর এনজিও গুলো যদি কিস্তি বা ঋনের টাকা নিতে ঋণগ্রস্থ পরিবারগুলোর উপর চাপ দেয় সেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কাউন্সিলর খোরশেদ। ১৩ নং ওয়ার্ডে কেউ যদি এখন কিস্তি নিতে আসে তা কাউন্সিলরকে জানাতে বলা হয়েছে। এব্যাপারে বুধবার কাউন্সিলর খোরশেদ এক বার্তায় বলেন,  নাসিক ১৩ নং ওয়ার্ডে সূদখোর এনজিও গুলো যদি কিস্তি বা ঋনের টাকার জন্য বিরক্ত করে তবে আমাকে জানান। আমার মোবাইল নং  01717178242  ।

সুদখোর এনজিও গুলোর প্রতি কাউন্সিলরের  আহবান:-
★দয়া করে কিস্তি আদায় বন্ধ করুন।
★১৩ নং ওয়ার্ডে আগামী ২ মাস কোন কিস্তি তুলবেন না।
★৫০০০ টাকা পর্যন্ত নেয়া ঋণ মওকুফ করতে হবে।
★১০ হাজার টাকা ও এর উপড়ের ঋনের সূদ মওকুফ করে ঋন পরিশোধের জন্য ৬ মাস বাড়িয়ে দিতে হবে।
★আল্লাহর ওয়াস্তে মানুষের প্রতি সদয় হোন।

স্পন্সরেড আর্টিকেলঃ