নিজস্ব প্রতিবেদক :বুধবার বিকাল ৪টায় মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে চাষাড়াস্থ সদর ডাকবাংলো’তে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, প্যানেল চেয়ারম্যান-১ সিরাজুল ইসলাম, প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট মাহমুদা মালা, সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, সদস্য ফারুক হোসেন, মহিলা সদস্য অ্যাডভোকেট নূর জাহান বেগম ও মহিলা সদস্য অ্যাডভোকেট পারভীন আক্তার কবিতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রোকন উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য শামসুজ্জামান ভাষানী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ইরাজ উদ্দিন দেওয়ান, উপ সহকারী প্রকৌশলী আবু আশরাফুল হাসান, রেজাউল করিম।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কেএম রাশেদুজ্জামান সঞ্চানলায় প্রধান অতিথির বৃক্তিতায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন- আমাদের মত কিছু রাজনৈতিক নেতারাই মাদক ব্যবসা জঙ্গি ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়। তাদের কুকর্ম ঢাকতে এদের দিয়ে সমাজে আধিপত্য বিস্তার ধরে রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার। তিনিই বিশ্বের কাছে মাদার অব হিউমিনিটি পরিচিতি পেয়েছেন। রোহিঙ্গাদের প্রশ্রয় দিয়ে জাতিসংঘে বাংলাদেশের নাম প্রশংসিত হয়েছে। তাকে দিয়েই আগামীতে মালয়েশিয়ার চেয়ে আরো উন্নতশীল বাংলাদেশ গড়ে তুলবো।
তিনি আরো বলেন, আগে জেলা পরিষদের কর্মকান্ড বন্ধ রেখেছিল। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই জেলা পরিষদের প্রাণচাঞ্চল্য ফিরে আনেন। প্রথমেই তিনি জেলা পরিষদে প্রশাসকের মাধ্যমে দেশের জনগণের মধ্যে উন্নত কাজ শুরু করেন। পরে এটাকে আরো উন্নত ভাবে জনগণের সাথে মিশে যেতে আমাদের মত ত্যাগী নেতাদের চেয়ারম্যান নির্বাচিত করে কাজ করে যাচ্ছেন। আগামীতে এই সেবামূলক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের সকলের মাঝে উন্নয়নে অংশ নিবে।