সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষণা করার পর থেকেই জনমানব শূন্য হয়ে পরেছে শহর। মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে সচেতনতা। মঙ্গলবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু রোড, ২নং রেল গেইট, জামতলা, পঞ্চবটি সহ আরও কিছু জায়গা ঘুরে দেখা যায় এ দৃশ্য।
আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানা গেছে, সরকার থেকে পরবর্তী নির্দেশনা আসা না পর্যন্ত তারা সড়কেই অবস্থান করবেন। যাতে করে জনসমাগম না ঘটে। সেই সাথে উপজেলা পর্যায়েও ধঅনা ভিত্তিক প্রশাসনের গাড়ি টহলে থাকবে।
আরও কিছু দিন মানুষের মধ্যে এমন সচেতনতা থাকলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করছেন নগরীর সচেতন মহল। তাদের মতে, দিনকে দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এখনও হাতে অনেক সময় আছে। নিজের দেশকে ইটালি, আমেরিক কিংবা স্পেনের মতো দেখতে না চাইলে সকলকে ঘরে থাকার আহবান জানিয়েছেন তারা।
এসএমআর