সংবাদচর্চা রিপোর্ট:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার ( ১৭ মার্চ) কায়েতপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে মানিক আহমেদ। এসময় মুকুল আহমেদ , যুবলীগ নেতা আলী আকবর,আলম, রিয়াজ উদ্দিন, তরুন নেতা বাপ্পী,নাইম,আসিফ,বিল্লালসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন।
এসময় মুকুল আহমেদ বলেন, মানিক আহমেদ ভাই ব্যক্তিগত কাজে ঢাকার বাহিরে থাকার জন্য এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত থাকতে পারে নাই বলে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন । অতীতের মত সব সময় উনি মন্ত্রী গাজী গোলাম দস্তগীর সাহেবের বিশস্ত হাতিয়ার হয়ে জনগনকে সাথে নিয়ে সবসময় মাঠে আছেন এবং থাকবেন।