আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে সড়ক ও ড্রেন নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় শুক্রবার ( ২৫ মার্চ ) বিকালে কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় এ সড়ক সড়ক ও ড্রেন নির্মান কাজ উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলী।

এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান , ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, ওমর ফারুক ভুঁইয়া, আব্দুল মতিন ভুঁইয়া, সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা আক্তার রিতা, রাজিয়া সুলতানা , পিয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা শ্রী রবি রায়, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারন সম্পাদক মোস্তফা হোসেন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাদিম হোসেন অপুসহ অনেকে উপস্থিত ছিলেন।