আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় যুবলীগের নতুন কমিটি

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে । বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন কমিটির কাগজে স্বাক্ষর করেছেন। নতুন কমিটির সভাপতি হয়েছেন আশিক ইকবাল, সহ-সভাপতি শাহীন আলম খাঁন, জসিম উদ্দিন, আশরাফুল আলম দ্বীপ, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল , যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদ ইমরুল, মো: সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক দ্বীল মোহাম্মদ দীলু, মো: মামুন মিয়া, বাহার উল্লাহ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রতন। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সকালে রূপসী গাজী ভবনে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেছেন । তাঁরা মন্ত্রীর কাছ থেকে দোয়া নিয়েছেন । পরে যুবলীগ নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনসহ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।