আজ মঙ্গলবার, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় মন্ত্রী গাজীর জন্য দোয়া

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার ছোট ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক গোলাম আশরিয়া বাপ্পীর সুস্থতা কামনায় কায়েতপাড়ায় মিলাদ  মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কায়েতপাড়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  কামাল আহম্মেদ রনজু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী ইউসুফ আলী, শাহাবুদ্দিন মুন্সি, মোহাম্মদ আলী, সামসুল হক, জহিরউদ্দিন মিয়া, সিরাজ মিয়া, শরীফ আহম্মেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা তৌকির আহম্মেদ, আজমির আহম্মেদ, সাত্তার আলী, মাওলানা আব্দুর রশিদ। পরে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তার ছোট ছেলের জন্য দোয়া পড়ে মোনাজাত করা হয়।