আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ( ১৭ মার্চ) বিকালে কায়েতপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জায়েদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তাবিবুল কাদির তমাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মহসিন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলমগীর হোসেন , সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও ইউপি সদস্য ওমর ফারুক, সাধারণ সম্পাদক নাদীম হাসান অপু, কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগ সভাপতি জোসনা বেগম, সাধারণ সম্পাদক আরজুদা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি রিমা, সাধারণ সম্পাদক মলি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সম্পাদক শফিকুল ইসলাম জাহিদ, সদস্য ইব্রাহিম, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন মহিলা লীগ সভাপতি নাজমা খাঁন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুব লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবিদ হাসান চান মিয়া, শেখ রাসেলনগর ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক নুর আলম , চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম গাজী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি নাজমীন সুলতানা, সাধারণ সম্পাদক শাকিলা আক্তার।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সারাজীবন শোষনের বিরুদ্ধে রাজনীতি করেছে। তিনি কখনো আপোসের রাজনীতি করেন নাই । আমরাও আপোসের রাজনীতি করব না। কোনো শোষক ভূমিদস্যু বঙ্গবন্ধুর সৈনিক হতে পারে না। ভূমিদস্যুরাও এখন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ঐ ভূমিদস্যুদের খবর ছিলো না।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বড় বাধা শোষক এবং ভূমিদস্যুরা। বঙ্গবন্ধু সারাজীবন দুঃখী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। কায়েতপাড়া থেকে ভূমিদস্যুদের দমন করার সময় এসেছে।