আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দোয়া

রূপগঞ্জে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার কায়েতপাড়া এলাকায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীনের পিছনে বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়। তিনি আজীবন আমাদের মধ্যে বেঁচে আছেন। তাঁর জন্মশতবার্ষিকী এমন সুযোগ আর কখনো আমাদের সামনে আসবে না। আমরা সৌভাগ্যবান, কারণ বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকী আমরা পালন করার সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, আগামী তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানতে হবে এবং বাস্তব জীবনে তাঁর আদর্শ ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর জীবনাদর্শন কাজে লাগাতে পারলে ব্যক্তিগত, সমাজ ও জাতীয় জীবনে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা। এসময় আরো উপস্থিত ছিলেন, মালেক মিয়া, নুরুল হোসেন, ইকবাল হোসেন, খোরশেদ আলম, সোহেল, আয়তালি, শফিকুল রহমান বাদল ভূঁইয়া, আলমগীর হোসেন, আলোচনা শেষে বঙ্গবন্ধুর ও তার পরিবারের জন্য দোয়া, প্রধানমন্ত্রীর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।