সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: মোসলেম উদ্দিন ভুঁইয়া। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁওসহ বিভিন্ন এলাকায় খেটে খাওয়া হতদরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দেন তিনি। এসময় তিনি বলেন করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ। তাই করোনামুক্ত বাংলাদেশ গড়তে বিপাকে পড়া হতদরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়ানো জরুরি হয়ে পড়েছে। দেশের এমন পরিস্থিতিতে বিত্তবানদের সহায়তার হাত বাড়াতে হবে।আমরা বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করছি। সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে।
এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য আব্দুল করিম পাঠানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।