আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশ্মীর মধ্যস্থতা করলে আমি সেরাটাই দেয়ার চেষ্টা করব : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  ফ্রান্সে চলমান জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন।

সোমবার সম্মেলনের ফাঁকে জম্মু ও কাশ্মীর পরিস্থিতি এবং বাণিজ্য ইস্যু নিয়ে কথা বলেন তারা। খবর এনডিটিভির

ট্রাম্প জম্মু ও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার কথা বলেছেন এবং এই ইস্যুটিকে বিস্ফোরক বলে মন্তব্য করেন।

এর আগে গত সপ্তাহে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ইচ্ছাপ্রকাশ করেন ট্রাম্প। ভারত ও পাকিস্তান দু’দেশের প্রধানমন্ত্রীকেই ফোন করেছিলেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর একটি অত্যন্ত জটিল জায়গা। আপনাদের হিন্দু আছে, মুসলিমও আছে। এবং আমি বলতে পারি না তারা একসঙ্গে খুব ভাল আছে। আমি মধ্যস্থতা করলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।