বিশ্ব মানবিকতা দিবসে কাশ্মীর প্রসঙ্গে টুইট করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ (১৯ আগস্ট) সকালে তিনি এই টু্ইট বার্তাটি দিয়েছেন।
মমতা ব্যানার্জী টুইটে লিখেছেন, আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি ৷
তিনি টুইটে আরো লিখেন, মানবাধিকার রক্ষা হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালেও সরব হয়েছিলাম ৷ মানবাধিকার রক্ষা ও লকআপে মৃত্যুর প্রতিবাদে। তখন ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি ৷
এদিকে, শুক্রবার টুইটে মমতা ব্যানার্জী লিখেছেন, বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান ইনসানিয়াত, জমহুরিয়াত ও কাশ্মীরীয়াত- এই তিনটি নীতি দ্বারা সম্ভব।
মমতার এমন টুইট থেকে এটা কার্যত স্পষ্ট যে- কাশ্মীরে ৩৭০ ধারা লোপ এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে মোদি সরকারকে সুকৌশলে তোপ দেগেছেন তিনি। সূত্র: জিনিউজ।