আজ রবিবার, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশিপুরের ফেনসি টুম্পা আটক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন কাশিপুরের মধ্য নরসিংহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯১ পিস ফেন্সিডিল সহ আলোচিত মাদক ব্যবসায়ী টুম্পা (২৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে পুম্পার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সুত্রের খবর গ্রেফতারকৃতর নাম টুম্পা ফতুল্লা থানার মধ্য নরসিংপুরের মাঝির মিয়ার মেয়ে ও রুবেল হোসেনের স্ত্রী। অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হয় রুবেল হোসেন ও নাসির নামের আরেক সহযোগী।