শহরের কালিরবাজার পুরান কোর্ট সংলগ্ন জনতা ব্যাংকের কাছ থেকে ফেনসিডিল সহ আটক দুই আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন, মাদারীপুর জেলার নয়াচর এলাকার সেকান্দার আলীর ছেলে মো. রিপন কাজী ও একই জেলার পশ্চিম খাগদি শেরে বাংলা এলাকার মো. হোসেন হাওলাদারের ছেলে মো. কোরবান হাওলাদার।
প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি ভোরে শহরের কালিরবাজার পুরান কোর্ট সংলগ্ন জনতা ব্যাংকের কাছ থেকে ৩শ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান । তারা দুজনই সবজি বহনকারী ওই পিকআপ ভ্যানের চালক ও হেলপার।