নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২২ মার্চ সকালে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও উপ- পরিচালক (নারায়ণগঞ্জ) ফাতেমা তুল জান্নাতের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন জেলা নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক এড. হুমায়ুনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারক লিপি প্রদান শেষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ নাসির উদ্দিন বলেন, যুদ্ধ হচ্ছে ইউক্রেনে বাংলাদেশে কেনো দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। কারসাজি করে একটি সিন্ডিকেড চক্র দেশে দ্রব্যমূল বৃদ্ধি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে দ্রব্য মূল্য কমানোর জোড় দাবি জানাচ্ছি।