নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আপ্যায়ন সম্পাদক পদে বিপুল ভোটে আবারো নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার কামাল উদ্দিন সুমন। তিনি পেয়েছেন ৬৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম মন্টু পেয়েছেন ৪১৯ ভোট। কামাল উদ্দিন সুমন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নে স্থায়ী সদস্য এবং বাংলাদেশ সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছে।
নির্বাচত হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় কামাল উদ্দিন সুমন বলেন, ২য়বারের মতো আমাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আপ্যায়ন সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে দেওয়া সন্মান যথাযথভাবে রক্ষার আপ্রাণ চেষ্টা করবো। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে বৈশাখী টিভির প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোটার সৈয়দ শুকুর আলী শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মো. মঈন উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক পদে নূরুল ইসলাম হাসিব ,দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জেহাদ হোসেন চৌধুরী । প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মহসিন হোসেন। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাফাত দাড়িয়া,কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাওসার আজম। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি, মাহমুদা ডলি, জান্নাতুল ফেরদৌস পান্না,জাফর ইশবাল, আব্দুল হাই তুহিন, কামাল মোশারফ,এস এম এ কামাল পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারীবিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনিসুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।