আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাভার্ড ভ্যানের ধাক্কায় রিক্সাচালক আহত

সংবাদচর্চা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিক্সা চালক সহ ২ জন আহত হয়েছে। শনিবার দুপুরে চাষাঢ়া থেকে সাইনবোর্ড যাওয়ার সময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিক্সাচালক আমিন ও যাত্রী সবুজ গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ২ জনকে উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। আটক রাখা হয় কাভার্ড ভ্যানকে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, চাষাঢ়া থেকে সাইনবোর্ড যাওয়ার পথে দ্রুতগামী কাভার্ড ভ্যান কারাগারের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা রিক্সাকে ধাক্কা দেয়। এতে রিক্সাটির এক পাশ দুমড়ে- মুচড়ে যায়। একই সাথে আহত হয় চালক সহ ২ জন। পরে তাদের উদ্ধার করে ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠায়।
রিক্সাচালক আমিন জানান, গাড়ি থামিয়ে যাত্রী নামানোর সময় পেছন থেকে কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয়। এতে রিক্সায় থাকা যাত্রী ও আমি ছিটকে গিয়ে পরি।
কাভার্ড ভ্যান চালক হামিদ মিয়া বলেন, আমার গাড়ির অনেক গতিতে ছিলো। হঠাৎ করে দুইপাশে দু’টি রিক্সা চলে আসে। ডান পাশের রিক্সা বাচাঁতে গিয়ে বাম পাশের রিক্সার মধ্যে ধাক্কা লাগে। এতে দু’জন আহত হয়।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানা এএসআই নুরুল বলেন, দূর্ঘটনার পর এলাকাবাসী কাভার্ড ভ্যানটিকে আটকে রাখে। আমরা রিক্সাচালক ও যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। পরে কাভার্ডভ্যান মালিক, চালক ও রিক্সাচালকের সাথে সমঝোতা হয়। রিক্সা ঠিক করা এবং চিকিৎসা খরচ বাবদ চালককে আর্থিক সহয়তা দেয় কাভার্ডভ্যান চালক। যার ফলে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

এসএমআর