আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কান মাতালেন প্রিয়াঙ্কা

কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লালগালিচায় হাঁটার পাশাপাশি সেদিন ভিড়ের মাঝে হাত না নেড়ে বরং অনুষ্ঠানে উপস্থিত সকলকে হাতজোড় করে ‘নমস্কার’  জানিয়ে আলোচনায় এসেছেন এ বলিউড সুন্দরী।

এনডিটিভি জানায়,  ৭২ তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অভিষেক হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার।  ডিজাইনার রবার্টো কাভাল্লির করা তৈরি  শিমারি কালো স্ট্র্যাপলেস গাউন পড়ে বৃহস্পতিবার কানের লালগালিচায় মাতিয়ে রাখেন তিনি।

প্রিয়াঙ্কার মেকআপ ও উইঙ্গড আইলাইনারের সঙ্গে ছিল বেরী রঙের লিপস্টিক। চুল ছিল কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো।

প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে লাল গালিচার হাঁটার অসংখ্য ছবি পোস্ট করেন। কান উৎসবে অভিষেক নিয়ে প্রিয়াঙ্কা বেশ উত্তেজিতই ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।