আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কান্দারগাঁয়ে মিলাদ মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১০৪নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৯ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে উপজেলার ১০৪নং কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এনায়েত মোল্লার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বর্তমান সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, হাবিবুর রহমান, ওয়ালীউল্লাহ, দুদু মিয়া ও সাংবাদিক মাজহারুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন শিক্ষার্থীদের বলেন, সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তির জন্য রয়েছে বিশেষ উপহার। এছাড়া ১৬ ডিসেম্বরের পূর্বে স্কুলে একটি শহীদ মিনার ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ আগামী কাল থেকে শুরু করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।