আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাদিয়ানী বিরোধী সম্মেলনে জনসমুদ্র

নিজস্ব সংবাদদাতা ;

আন্তজাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাদিয়ানী বিরোধী এক মহা ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।   সমাবেশে বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার দাবি তুলেন।  প্রধান অতিথি উপস্থিত হওয়ার আগেই নারায়ণগঞ্জ চাষাঢ়া থেকে পঞ্চটি সড়ক টি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জামতলা পর্যন্ত লোকে লোকারন্য সমুদ্রে ভরে গেছে। শনিবার বিকেল ৩ টায় জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে ৩ মাসের মধ্যে অমুসলিম ঘোষণা করতে হবে। তাদের কাফের ঘোষণা করা জনগণের দাবি। জনগণের দাবি উপেক্ষা করে কেউ কোনদিন ক্ষমতায় থাকতে পারেনি আর পারবে ও না।

বক্তারা আরো বলেন, আল্লহর নবী রাসুল (স) কে যারা শেষ নবী মানবে না তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। যারা আল্লাহর নবীকে গালিগালাজ করে তাদেরকে এ দেশ থেকে বিতারিত করতে হবে। এই জেলা থেকেইঅ কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীদের কাফের ঘোষণা করা না হলে নারায়ণগঞ্জ আবারো শাপলা চত্বরে পরিনত হবে।

এসময় উপস্থিত ছিলেন, হেফাজনের আমীর আল্লামা আহমদ শফী, জেলা হেফাজত ইসলামের সভাপতি মাও. আবদুল আওয়াল,সাধারণ সম্পাদক মাও.ফেরদাউসুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রম কল্যান ও উন্নয়ন সম্পাদক কাওছার আহমেদ পলাশ, খতমে নবুয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী কাসেমী, নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ, খেলাফত আন্দোলনের আমির মাও, মজিবুর রহমান, হাজী শরীত উল্লাহর উত্তর শরী মাও.হানজালা,নারায়ণগঞ্জ মহানগর ইসলামি আন্দোলনের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, মাও. ওবায়দুর রহমান,