সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ভুইগড়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা স্থানীয় দাওয়াতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশিদ ভুঁইয়ার নেতৃত্বে এ মিছিল বের করেন মজলিসে তাহাফুজ খতমে নব্যুয়ত এর নেতৃবৃন্দ।
এসময় তার সাথে যোগ দেন দেলপাড়া এলাকার বাসিন্দা ও মুসুল্লিরা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ মুসুল্লীরা বলেন, কাদিয়ানীরা অমুসলিম তা আমাদের দেশের সকল আলেম ওলামারা অবগত। তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর পরেও নবী এসেছেন এমন বিশ্বাস পোষন করে ধর্মকে কলংকিত করেছে। তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু তাদের মুসলমান হিসেবে পরিচয় দেয়ার কোন এখতিয়ার নেই। মুসলমান তারাই যারা শেষনবীতে বিশ্বাসী।
মিছিল ও সমাবেশে শেষে সকলকে জামতলা মহাসমাবেশে সকলকে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। একই সাথে অনতিবিলম্বে এই দাবী বাস্তবায়ন না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাওঃ জহিরুল ইসলাম, মাওঃ সালাহউদ্দিন, মাওঃ মুস্তফা কামাল, মাওঃ উমর ফারুক, মাওঃ মাজহার, মাওঃ জহিরুল ইসলাম সিরাজী, মাওঃ নুরুল্লাহ, মাওঃ মুহাম্মদ আলী, মাওঃ উবাইদুল্লাহ, মাওঃ হিফজুর রহমান, মাওঃ রবিউল ইসলাম প্রমুখ।
জেএস/এসএএইচ