তুহিন,রূপগঞ্জ প্রতিনিধিঃ গত কাল কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-৯৭ সোসাইটির উদ্যোগে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পশ্চিম কেন্দুয়া একাদশ স্পোটিং ক্লাব ২-১ গোলে কাঞ্চন খাঁ পাড়া স্পোটিং ক্লাবকে পরাজিত করেন।
জি এল টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
এ সময় গোলাম দস্তগীর বলেন, বাঙ্গালির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। খেলাধুলা করলে আমাদের যুব সমাজ মাদক ও জঙ্গিবাদ হতে বিরত থাকবে। খেলাধুলা করলে সবার শরীর ও মন ভালো থাকবে। খেলাধুলার প্রসার ঘটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। আমি বিজয়ী ও রানার আপ দুই দল সহ খেলা পরিচালনা কমিটির সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এ সময় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিঃ শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাশার, কার্যকরী সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসি আকতার রিয়া প্রমুখ।